জন্মদিনের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে-ফুলে ভরে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ফুল হাতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সকাল সাড়ে সাতটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলের অন্য নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর পরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগরের দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে যুবলীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন পেশার হাজার-হাজার মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য আপেক্ষা করতে দেখা যায়।
এ সময় ‘শুভ-শুভ- শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘ইতিহাসের এ দিনে, মুজিব তোমায় মনে পড়ে’- এ রকম বিভিন্ন স্লোগানে মুখরিত দেখা যায় ওই এলাকা।