যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সেন্টার লন্ডন এর উপদেষ্টা খালেদ চৌধুরী মারা গেছেন।
স্থানীয় সময় বুধবার তিনি যুক্তরাজ্যের কেন্টের মেইডস্টনে তার নিজ বাড়িতে মারা যান।
বেশ কয়েকদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন প্রয়াত খালেদ। তিনি ঢাকার উত্তরায় অবস্থিত দ্য ট্রাস্ট কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।
সুনামগঞ্জের ছাতকের সন্তান খালেদ চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে-র সহ সভাপতি লন্ডনে রেস্তোরাঁ ব্যবসাসহ বিভিন্ন খাতে একজন সফল উদ্যোক্তা ছিলেন।
শিক্ষা ও সমাজসেবায় তিনি আমৃত্যু অবদান রেখেছেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
খালেদ চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- জালালাবাদ এসোসিয়েশন ইউকে-র প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, জালালাবাদ এসোসিয়েশন ইউকে-র প্রেসিডেন্ট মহিবুর রহমান মুহিব, সহ সভাপতি এম এ মুনিম, মাহবুব রহমান, মোজাহিদ আলী চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন, সেক্রেটারি মোহাম্মদ আমিনুল হক জিল্লু,ট্রেজারার এনাম উল হক চৌধুরী, প্রেস সেক্রেটারি এম এ এম জাহেদী ক্যারল সহ জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সব সদস্য।
জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম