রাজশাহী প্রতিনিধি- তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন রাজশাহীর মুসুল্লিরা। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর শাহমখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এস্তেকার নামাজ শেষে এই প্রার্থনা করা হয়।
বিশেষ এই নামাজের আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। এতে ইমামতি করেন সোনাদিঘী জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী। মুসুল্লিরা দুই রাকাত নফল নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
বিশেষ এই প্রার্থনায় অংশ নেন রাসিকের ভারপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযিম, প্যানেল মেয়র-২ ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান টুলু ও এলাকাবাসী।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হলেও পরবর্তীতে আর কোন বৃষ্টিপাত হয়নি। ফলে লাগামহীনভাবে বাড়তে থাকে তাপমাত্রা।
বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রা এর আগেও একবার উঠেছিলো গত ২৩ এপ্রিল। এর পরের দুইদিন তাপমাত্রা ছিলো টানা ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে মাঝারি তাপদাহ বলা হয়। তবে ৪০ ডিগ্রির ওপরে গেলে বলা হয় অতিরিক্ত তাপদাহ। বৃহস্পতিবার রাজশাহীতে অতিরিক্ত তাপদাহ ছিল। গত এক মাস ধরেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বৃষ্টি না হলে এই তাপ কমবে না। শিগগির বৃষ্টিরও কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।