জগলুল হুদা, রাঙ্গুনিয়া : গাছ মূূল্যবান আমাদের প্রাত্যহিক জীবনের এক অমূল্য সম্পদ। আজকের বৃক্ষ আগামী দিনের বড় ধরনের সঞ্চয়। দেশ ও পরিবেশ বাঁচাতে বেশি বেশি করে ফলদ ও বনজ গাছ লাগাতে হবে। অল্প পুজিতে গাছের বনায়ানে বড় ধরনের সম্পদে পরিণত হয়। প্রত্যেকে স্ব স্ব উদ্যোগে বাড়ি কিংবা পাহাড়ে গাছ লাগিয়ে সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয় এবং গাছের তৈরি আসবাবপত্র দিয়ে আমাদের প্রাত্যহিক ব্যবহার্য তৈজসপত্র সাজায়। রবিবার (২৪ জুলাই) রাঙ্গুনিয়া ক্লাব মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহজাহান সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী রমিজ উদ্দীন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ইদ্রিছ আজগর, উত্তরজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. সেলিম প্রমুখ।