জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় এইচ.এস.সি পরীক্ষায় ১৮৪৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬১.৭৩ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে ২৪৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৮.৩৭ % উত্তীর্ন হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান , এবার এইচএসসি পরীক্ষায় উপজেলার ৯ কলেজের ১৮৪৭ জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ১১২৯ জন। মাদ্রাসায় ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬ জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২৪২ জন। রাঙ্গুনিয়া মহিলা কলেজ ১ জন ও রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদরাসা ১ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও মাদরাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদরাসা ও রাণীরহাট আল আমিন ফাযিল মাদ্রাসায় শতভাগ পাস সহ ১ জন করে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
রাঙ্গুনিয়া নুরুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা ও জামেয়া নঈমিয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসাও শতভাগ পাস করেছে।