রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ঋণের বোজা সইতে না পেড়ে রূপম বড়–য়া (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী আত্বহত্যা করেছে। উপজেলার রাণীরহাট বাজারের ভাড়া বাড়িতে শনিবার (২ জুলাই) সকাল ১১টায় এই আতœহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
জানা যায়, শনিবার সকালে চট্টগ্রাম শহরের দুই পাইকারী কাপড় ব্যবসায়ী তার দোকানে পাওনা টাকার জন্য আসে। সে তাদের দোকানে বসতে বলে বাসায় টাকা আনতে যাওয়ার কথা বলে। দীর্ঘক্ষণ হওয়ার পরও সে না ফিরলে তার বাসায় খবর নিতে গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। তাকে ডাকাডাকির পর দরজা না খুললে স্থানীয়রা তার দরজা ভেঙ্গে ভেতরে যায়। সেখানে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্বজন সুত্রে জানা যায়, ‘নিহত রূপম বড়–য়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার মৃত সুরেশ মজুমদারের ছেলে। ব্যবসায়িক কারণে সে রাণীর হাটের আমিরুজ্জামান সওদাগরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় থাকতো। উত্তর রাঙ্গুনিয়ার রানীর হাটের রাজা মিয়া চৌধুরী মার্কেটে দুবাই কালেকশন নামে একটি কাপড়ের দোকান ছিলো তার। নিজ ব্যবসায়ের জন্য সে বিভিন্ন বেসরকারী ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারী কাপড়ের দোকানেও তার ঋণ ছিলো। পাওনাদেরদের সময় দিয়ে সে ঠিক সময়ে ঋণ শোধ করতে না পারায় সে প্রায়ই চিন্তিত থাকতো বলে জানা যায়। শনিবারেও শহরের দুই পাইকারী ব্যবসায়ীকে তাদের পাওনা টাকা দেওয়ার কথা ছিলো। কিন্তু সে তাদের পাওনা টাকা সম্ভবত দিতে অক্ষম ছিলো।’ আর এ কারণেই ঋণের বোজা সইতে না পেরে অপমানে আর ক্ষোভে সে আতœহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানায়, আতœহত্যার ব্যাপারে আমরা খবরাখবর নিচ্ছি। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। ময়নাতদন্তে শেষে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।