
আসছে ২৯ মে ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৪০ বছরের নিচে বয়সের সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাদারদের ‘বিজনেস এলিট ফোর্টি আন্ডার ফোর্টি’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. এ কাদের শিশির।
আসছে ২৯ মে ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
ঘোষণায় বলা হয়, মো. এ কাদের শিশির নিউ ইয়র্কভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘অল কাউন্টি হেলথ কেয়ার’-এর সভাপতি ও প্রধান কার্যনির্বাহী। অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে এর সেবামূলক কার্যক্রমের পরিধি মিশিগান, ফিলাডেলফিয়া, নিউ জার্সি ও কানেকটিকাট স্টেটেও সম্প্রসারিত হয়েছে। হাসপাতাল ও নার্সিং হোমেও বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসা-সেবায় ইতোমধ্যে অনন্য এক উদাহরণে পরিণত হয়েছে ‘অল কাউন্টি হেলথকেয়ার’।
এর পাশাপাশি কুমিল্লার সন্তান কাদের তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘পপুলার ক্যাপিটল ইনক’-এর মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য ও নিত্য ব্যবহার্য সামগ্রী আমদানি-রপ্তানিতেও অবদান রেখে চলেছেন।
আয়োজকরা প্রত্যাশা করছেন যে, পুরস্কারপ্রাপ্তদের নিজ নিজ ব্যবসায়িক সফলতার ধারাবিবরণী অন্যদের মধ্যেও বিকাশের সুযোগ পাবেন, অনুপ্রেরণার উৎস হবে মানবিক কল্যাণে যুবসমাজকে আত্মনিয়োগে।