মৌলভীবাজার থেকে, খ ম জুলফিকার: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৌলভীবাজার-সিলেট সড়কের নাদামপুর নামক স্থানে প্রাইভেট কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন এবং কার ও সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন আরোও ৩ জন।
মৌলভীবাজারের যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট রোডের নাদামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেট কার চালক লায়েক মিয়া (২২), সিএনজি যাত্রী নাহিদ আহমদ (২২), জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাদত তালুকদার, (২৩), শাহনাজ বেগম (২৮), সাইফ আহমদ (১২) ও সিএনজি চালক লায়েছ আহমদ (৩০)।
আহতরা হলেন ইয়াসমিন বেগম (৩০), নুরজাহান (৩) ও মোস্তাক আহমদ (৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সদর উপজেলার নাদামপুর নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন ও বাকি ৪ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।