মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বি এন পির সাবেক সভাপতি ফতেপুর ইউপির চার বারের সফল নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বি এন পির দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী রাজনগর উপজেলার মাটিও মানুষের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ,ফতেপুর ইউপির উন্নয়নের রুপকার জননেতা জামি আহমদ বলেছেন,মৌলভীবাজার রাজনগর বাসী আমাকে যে ভালবাসা দিয়ে যাচ্ছে আমি তাদের সেই ঋন সুদ করতে পারবনা। ফতেপুর ইউপির মানুষ আমাকে চার বার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে।আমি তাদের ভাল বাসা নিয়ে মরতে চাই। সম্প্রতি মৌলভীবাজার জেলার বি এন পির নবগঠিত কমিঠির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জননেতা জামি আহমদ। গত২৭ মে সুদুর ইতালি থেকে আমাদের এ প্রতিবেদকের সাথে টেলিফোন আলাপ কালে তিনি বলেন আমি মৌলভীবাজার জেলার বিএনপির সহ সভাপতি নির্বাচিত হয়েছি এ সাফল্য গোটা রাজনগর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ভালবাসার ফসল।তিনি সকলের দোয়া ও ভালবাসার প্রত্যাশার কথা জানিয়েছেন। আগামীতে নব গঠিত জেলা কমিঠির সফল নেতৃত্বদানের মাধ্যমে জনগনের যে কোন দাবী আদায় করতে পারবে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। জননেতা জামি আহমদ তার দীর্ঘ ফোন আলাপে জানান,রাজনগর উপজেলা বিএনপির নেতা কর্মীরা আগের চেয়ে অনেক সচেতন ও ঐক্যবদ্ধ সে জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সে জন্য সকলের কাছে দোয়া ও আগামীতে জাতীয়তাবাদী দলের বিজয় ছিনিয়ে আনতে সকলের নিরলস প্রচেষ্টা কামনা করেন।