অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।
শোয়েব আখতার
আসন্ন ডিসেম্বরে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে ভারত-পাকিস্তানের। তবে সম্প্রতি দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিরিজ হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে দ্বি-পাক্ষিক সিরিজটি আয়োজন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এমন এক সময়ে দু’দেশের মধ্যে সিরিজ বন্ধ রাখার পক্ষে মত দিলেন শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক এই গতিদানব বলেছেন, “সবাই জানে রাজনীতির ঊর্ধ্বে খেলাধূলা এবং তা থেকে একে দূরে রাখাই উচিত। তবে দূর্ভাগ্যজনক হলেও সত্যি দু’দেশের সীমান্তের পরিস্থিতি শান্ত নয়। এমন পরিস্থিতিতে এই দ্বিপাক্ষিক সিরিজ খেলা ঠিক নয়।”
শোয়েব মনে করেন, সীমান্তের পরিস্থিতি ঠাণ্ডা করতে দুই দেশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা দরকার। আর এটি করতে যখন দুই পক্ষ প্রস্তুত হবে, তখনই সম্পর্কের সেতুবন্ধনের প্রধান উপায় হবে ক্রিকেট।
প্রসঙ্গত, ২০০৭/০৮ মৌসুমে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এই দুই চির প্রতিদ্বন্দ্বী শেষ ওয়ানডে সিরিজ খেলে ২০১২/১৩ মৌসুমে।