অগ্রদৃষ্টি ডেস্কঃ ব্রিটিশ মসজিদগুলো পরিচালনায় কি বেশি সংখ্যক নারী সদস্য নিয়োগ দেয়া উচিত?
যদি তাই হয় তাহলে কিভাবে এই কাজটি সম্ভব হবে?
যারা ব্রিটেনের মসজিদে নারীদের অংশগ্রহণ বেশী দেখতে চান এই প্রশ্নগুলো তাদের মনে ঘুরপাক খাচ্ছে।
ব্রিটেনে মুসলিম নারীদের জন্য মসজিদ পরিচালনা ও সেবা কার্যক্রমের নির্দেশনা নিয়ে একটি বইও প্রকাশ করা হয়েছে যেটি নারীদের কাজে আরও সহায়তা করবে বলা হচ্ছে।
কিন্তু মুসলিম কমিউনিটিতেই অনেকে এর বিরোধিতা করেন, তাঁরা মনে করেন যে নারীদের মসজিদে আসার কোনও প্রয়োজন নেই।
বিবিসির এশিয়ান নেটওয়ার্কের সংবাদদাতা এ সংক্রান্ত খোঁজখবর নিতে গিয়েছিলেন সাউথঅল নামের একটি এলাকায়।
সেখানকার সেন্ট্রাল জামে মসজিদে সবচেয়ে বেশি এশিয়ান ও দক্ষিণ এশিয়ার নাগরিকরা যায়।
ব্রিটেনের বেশিরভাগ মসজিদই পরিচালনা করে পুরুষেরা। তবে মসজিদে নারীদেরও আসা যাওয়া রয়েছে।
সেন্ট্রাল জামে মসজিদের প্রধান শিক্ষক রাজিয়া বিসমিল্লাহ প্রায় ছয়শো শিশুকে শিক্ষাদান করেন।
তিনি বলছিলেন, “সব সিদ্ধান্ত পুরুষেরাই নেই। পরিচালনা কমিটিতে যারা আছে তারা অনেক বয়স্ক। পুরুষতো বুঝবেনা একজন নারীর কী প্রয়োজন, সেটা শুধু একজন নারীই বুঝবে”।
এবং এ কারণেই বিভিন্ন নির্দেশনা নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে যেন মসজিদ পরিচালনার সঙ্গে অনেক বেশি নারী সম্পৃক্ত হতে পারে।
কোরানের বিভিন্ন তথ্য তুলে ধরে বইটিতে বলা হয়েছে মসজিদেও নারীদের অংশগ্রহণকে স্বাগত জানানো উচিত।এখান থেকে তারা কিভাবে তাদের প্রয়োজন মেটাতে পারে সেটিও বইয়ে তুলে ধরা হয়েছে।