
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি এম আজাদুর রহমান আজাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১মে) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান।
সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী কনস্যুলার কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হোসেন আজিজ, মুরাদুল হক চৌধুরী,ফয়েজ কামাল,আলম, মুরশেদ আলম ভুইয়া, শাহ নেওয়াজ নজরুল প্রমুখ।
বক্তব্য রাখেন,আমিন খান,বাবুল,মীর শাহিন,ফয়েজ মৃধা, কেরামত আলী, শরাফত মীনা, নুহু মোল্লা, আব্দুর রাজ্জাক,দাদন মীরসহ অনেকে।

অকালেই চলে গেলেন কুয়েতে বাংলাদেশী কমিউনিটি নেতা এম আজাদুর রহমান আজাদ একথা উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী কনস্যুলার কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ্ প্রয়াত নেতা আজাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান দূতাবাসের এ কর্মকর্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত এম আজাদুর রহমান আজাদের ছেলে আকাশ ও আবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জুয়েল সরদার,ইকবাল হোসেন,এমারত বেপারী, রিপন শেখ, জসিম সিকদার,মো: রাজিব,বাবু,কাজী শওকত,জাহাঙ্গীর তফাদার,সজিব হাওলাদার, জি এম ইবরাহিম, মোহাম্মদ আশিক,বাবুল মুন্সি,মোহাম্মদ মাসুদ,মো: আফসার উদ্দিনসহ অনেকে।