বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে স্বাস্থ্য বীমা নবায়নের ফি দ্বিগুণ হওয়ার আগেই তা সম্পন্ন করতে প্রবাসীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। গত দুই দিনে স্বাস্থ্য বীমা বিভাগ প্রায় ৭০,০০০ লেনদেন সম্পন্ন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারণ করা স্বাস্থ্য বীমা নবায়ন ফি ১০ কুয়েতি দিনার থেকে বাড়িয়ে ২০ কুয়েতি দিনার করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হচ্ছে। ফি বৃদ্ধির এই ঘোষণার পর থেকেই কম খরচে কাজ শেষ করতে প্রবাসীরা হুমড়ি খেয়ে পড়েন। সোমবার কুয়েতের ছয়টি গভর্নরেটের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বা আবাসন বিষয়ক বিভাগগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে যাদের রেসিডেন্সি পারমিট বা আকামার মেয়াদ শেষ হওয়ার পথে এবং যারা আগেই অনলাইনে আবেদন করেছিলেন, তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
নজিরবিহীন চাপ থাকা সত্ত্বেও স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেমটি সুষ্ঠুভাবে কাজ করেছে এবং কারিগরি সমস্যা সমাধানে বিশেষ দল নিয়োজিত ছিল বলে জানা গেছে। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রবাসীরা তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের রেসিডেন্সি পারমিট মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে থেকেই নবায়ন করতে পারেন, যা শেষ মুহূর্তের ভিড় ও প্রশাসনিক চাপ এড়াতে সহায়ক।











