এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বলেছেন, স্বাধীনতার পরে আওয়ামীলীগ সরকারের সময়কালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবাদপত্র ডিজিটাল করে বিশ্ব দরবারে সাংবাদিকদের সম্মানিত করেছেন। সাংবাদিকদের আবাসনসহ জীবন-মানের ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন করেছেন।
বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গত বুধবার মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সহ-সভাপতি আবু হুসাইন বিপু বলেন। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, অন লাইন বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম খান বুলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব, যুগ্ন-আহবায়ক আফজাল হোসেন ইভান, ফরিদুল ইসলাম, নির্বাহী সদস্য রাশেদ আলী টিটন, মাহামুদুল হাসান রুবেল, মোহাম্মদ আব্দুল মতিন ও যুবলীগ সদস্য জুয়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বাধীনতা পর অর্ধেকেরও বেশী সময় ধরে বিএনপি-জামায়াত রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে। কিন্তু তারা মিডিয়া বা সাংবাদিকদের কোন উন্নয়ন করেনি বরং মিডিয়ার উপর নির্যাতন হত্যাসহ কন্ঠরোধ করে বিভিশিখার রাজত্ব চালিয়েছে। তবে বর্তমান সরকার সে সকল উন্নয়ন করেছে সংবাদপত্রের মাধ্যমে তা তুলে ধরে বিশ্বের নজরে আনুন বাংলাদেশকে।