বিশেষ প্রতিনিধি, আল আমিন রানাঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধমপ্রাণ মুসলমানদের বিশেষ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরের দিন । চমৎকার আবহাওয়ায় বৃহাস্পতিবার সোনারগাঁয়ের দড়িপাড়া ভিটি পাড়া যৌথ ইদগাহ ময়দানে সকাল সারে ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাতের অনুষ্ঠানিকতা শুরু হয়,শেষ হয় সারে ১০টায়। ইদগায়ে নামাজের পরিচালনা করেন মাষ্টার রুহুল আমিন।
ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা নুহু। নামাজ শুরু হওয়ার আগে দুই গ্রামের যৌথ ইদগাহ ও গোরস্থানের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন,মাওলানা আবুহুরায়রা ও সাবেক মেম্বার আব্দুর রশিদ প্রমুখ।
আব্দুল রশিদ মেম্বার তার বক্তব্যে বলেন- মানুষ ভুল করতেই পারে, ঝগড়া, মারামারি,কাটা,কাটি মানুষের মধ্যেই হয়। তাই আমরা সব কিছু ভুলে গিয়ে দড়িপাড়া ভিটি পাড়া যৌথ ইদগাহ ও গোরসস্থান মাদ্রেসার ভিবিন্ন কর্মকান্ড ঐকবদ্য ভাবে চালিয়ে যায়। ভিবিন্ন ইসুকে কেন্দ্র করে ইদগাহ, গোরসস্থান,মাদ্রাসার যেন কোন ক্ষতি না হয় সে দিকে দুই গ্রামের সকলের প্রতি আহব্বান জান। আবুহুরায়রা বলেন-ইদগাহ ও গোরস্থানের স্বার্থে প্রতি বছর দুটিস্থানে ওয়াজ মাহফিল ও গ্রামের হাফেজদের নিয়ে কুরআন প্রতিযোগিতা এই ময়দানে করার জন্য আহ্বান জানান।
নামাজ শেষে দেশ,জাতি,ও মুসলিম উম্মহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজ করেন মাওলানা নুহু।