আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে পানির চেয়ে সস্তা হয়ে গেছে জ্বালানি তেল। বিশ্বব্যাপী নজিরবিহীনভাবে দাম পড়ে যাওয়ায় দেশটিতে অনেক নিত্যপণ্যের চেয়ে জ্বালানি তেল এখন সস্তা হয়ে গেছে।
দেশটিতে বর্তমানে দেড় লিটার পানির বোতল ২.১৫ ডলারে বিক্রি হলেও এক লিটার তেল বিক্রি হচ্ছে মাত্র ৪০ সেন্টে।
স্থানীয় দৈনিক ন্যাশনাল জানিয়েছে, দেশটিতে মাত্র ৮০ সেন্টে এক লিটার কোমল পানীয় এবং ১.০৬ ডলারে ছয়টি ডিম কিনতে পাওয়া যাচ্ছে।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জানুয়ারি থেকে ৩০ শতাংশ পড়ে যাওয়াও ব্যারেল প্রতি তেলের দাম ৫২ ডলার থেকে কমে ৩৫ ডলারে এসে দাঁড়িয়েছে।
রাশিয়ার স্পুৎনিক সংবাদ সংস্থা তেলের দাম কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলোর তুলে ধরেছে। এতে বলা হয়েছে, চীনা অর্থনীতির মধ্যমানের প্রবৃদ্ধি, ওপেকের তেলের উৎপাদন বাড়ানোর নীতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে তেলের দাম কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।
সংযুক্ত আরব আমিরাতের তেলমন্ত্রী সুহাইল আল-মাজরুই জানান, তেলের বাজারে ইরান দৈনিক বাড়তি পাঁচ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এ সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ কমবে বলে ধারণা ব্যক্ত করেছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএস আই