জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: প্রচন্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় গাছ ভেঙ্গে পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় ঝড়ো হাওয়ায় কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের চন্দ্রঘোনা ছুফিপাড়া এলাকায় সড়কের পাশের একটি বড় রেইন্ট্রি গাছ ভেঙ্গে পড়ে গেলে সড়কের যানবাহনসহ সাধারন মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় সড়কের দুই পাশে প্রায় আড়াই কিলোমিটার জুড়ে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। রাঙ্গুনিয়া থানা পুলিশ ও চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরসহ স্থানীয় প্রায় দুই ঘন্টা চেষ্ঠা করে সড়ক থেকে গাছের গুড়ি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় তিনঘন্টা চন্দ্রঘোনা ও কাপ্তাই থেকে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এসময় সড়কের দুই পাশে সাধারন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয় বলে স্থানীয়রা জানান।
চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, কাপ্তাই সড়কের ছুফিপাড়া সংলগ্ন একটি বড় রেইন্ট্রি গাছ প্রচন্ড বাতাসের গতিবেগে সড়কের উপর উপড়ে পড়ে। ফলে সড়কের দুই পাশে কয়েক’শ গাড়ি আটকা পড়ে। প্রায় আড়াই ঘন্টা চেষ্ঠা চালিয়ে সড়ক থেকে গাছটি সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই