ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও চীনের শ্যানডং প্রদেশে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসবমুখর ভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
৫ই জুন বুধবার চীনে স্থানীয় সময় সকাল ৮:৩০ মিনিটে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে স্থানীয় ও বিভিন্ন প্রদেশের চীনা মুসলিম নাগরিক, বাংলাদেশ,ভারত, আলজেরিয়া, ফিলিস্তিনি, উজবেকিস্তান, মরক্কো, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা শরিক হন।
স্থানীয় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ছাত্র,ব্যবসায়ী, রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী প্রবাসী উক্ত ঈদ জামাতে শরীক হন।
শ্যানডং প্রদেশ তথা চীনের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, প্রায় ১৫ বছর থেকে ব্যবসায়ী ও সংগঠক হিসেবে বসবাস করে আসা মুরাদ চৌধুরী বলেন, চীনের মধ্যে শ্যানডং প্রদেশ খুবই সভ্য, প্রাচীন, শান্তিপ্রিয়, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল একটি প্রদেশ। প্রতি বছরের ন্যায় এখানে এবারও অত্যন্ত উৎসবমুখর,অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের জামাত আদায় করি। ঈদের জামাত উপলক্ষে স্থানীয় পুলিশ প্রশাসন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে।
ঈদ উপলক্ষে এখানে বাঙালি প্রবাসীসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। প্রাণপ্রিয় বাংলাদেশের সবাইকে বৃহত্তর চীন আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক ঈদ মোবারক জানাই।