বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলমান খরা ও বৃষ্টিপাতের ঘাটতি মোকাবিলায় কুয়েত সরকার এক বিশাল পদক্ষেপ নিয়েছে। দেশটির আওকাফ (এনডাওমেন্টস) ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দেশজুড়ে ১২৫টি মসজিদে ‘সালাত আল-ইসতিসকা’ বা বৃষ্টির নামাজ আয়োজনের ঘোষণা দিয়েছে।
ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি সুলাইমান আল-সুওয়াইলেম নিশ্চিত করেছেন যে, আগামী শনিবার, ৮ নভেম্বর, সকাল ১০:৩০ মিনিটে (স্থানীয় সময়) এই বিশেষ নামাজ একযোগে অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় এই বরকতময় আধ্যাত্মিক আচারের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আল-সুওয়াইলেম স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের এই সম্মিলিত প্রার্থনায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
সুওয়াইলেম বলেন, এই নামাজ ইসলামের ঐতিহ্য অনুসারে এমন সময়ে পালন করা হয়, যখন দেশে তীব্রভাবে বৃষ্টিপাতের প্রয়োজন হয়।
সালাত আল-ইসতিসকা হলো একটি ‘সুন্নাহ’ (নবী মুহাম্মদ (সাঃ) কর্তৃক অনুমোদিত রীতি), যা খরা বা অনাবৃষ্টির সময়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করে বৃষ্টি প্রার্থনা করার জন্য পালিত হয়। এই বৃহৎ আকারের আয়োজনটি দেশে আধ্যাত্মিক ভক্তি এবং কঠিন সময়ে সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছে।











