বিশেষ প্রতিনিধিঃ চীনে মারা গেলেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী জাফর আহমদের মেয়ে ডাঃ সাদিয়া।
গতকাল রোববার ( ৮ জুলাই) চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ডাঃ সাদিয়া জাফর ইন্তেকাল করেন।
ডাঃ সাদিয়া কুয়েত এলডিপি ও চট্টগ্রাম সমিতির সভাপতি ব্যবসায়ী জাফর আহমদের বড় মেয়ে।
চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ব্যবসায়ী জাফরের মেয়ে কুয়েতের ইন্ডিয়ান স্কুলে এইসএসসি শেষ করে ডাক্তারী পড়ার উদ্দেশ্যে ২০১৩ সালে চীনে যান।
পারিবারিক সূত্রে জানাগেছে সাদিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ডাঃ সাদিয়ার মরদেহ চীনের সকল আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে এবং চট্টগ্রামে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
কুয়েতে বাংলাদেশ কমিনিউটির বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা ডাঃ সাদিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।