আ হ জুবেদঃ কুয়েতে মৃত্যুর মিছিলে একের পর এক যোগ হচ্ছেন প্রবাসী বাংলাদেশী, প্রতি সপ্তাহে ২ থেকে ৩জন প্রবাসী অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমবেশি সব দেশেই হচ্ছে।
তবে ২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কুয়েতে যে হারে প্রবাসীদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে; তাতে স্পষ্ট একটি পরিসংখ্যান, বহির্বিশ্বে প্রবাসী মৃত্যুর রেকর্ডে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিকট অতীতের অধিক মৃত্যুর রেকর্ডটি।
গত ৪ এপ্রিল থেকে শুরু করে ৯ এপ্রিল পর্যন্ত ‘৫ দিনে’ ৩ জন কুয়েত প্রবাসী বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
৪ এপ্রিল কুয়েতের জাহরা এলাকায় বসবাসকারী কামাল হোসেন নামে এক কুয়েত প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
নিহত কামালের দেশের বাড়ি চাঁদপুর।
৬ এপ্রিল বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় বসবাসকারী আবুল আহমেদ (৫০) নামে এক কুয়েত প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
নিহত আবুলের দেশের বাড়ি নোয়াখালি।
৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতের আল-আদান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক নামে এক কুয়েত প্রবাসী মৃত্যুবরণ করেছেন।
নিহত আব্দুল হকের দেশের বাড়ি বিক্রমপুর।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত তিন প্রবাসীর অস্বাভাবিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ যথা শিগগিরই দেশে পাঠানো হবে বলে জানান শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন।