কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রীড়া অঙ্গন, কুয়েত’র উদ্যোগে
মুজিব বর্ষে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২১ ও স্কুল স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) কুয়েতের দাসমা মাঠে স্থানীয় সময় বিকেল ২টায় প্রবাসীদের ক্লাব ভিত্তিক ২৪ টি ফুটবল দল ও স্কুল স্টুডেন্টসদের ৬ টি দল। সর্বমোট ৩০টি ফুটবল দলের অংশগ্রহণে দুটি টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ দুটি পৃথক মাঠে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২১ ও স্কুল স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলা উপভোগ করতে কুয়েতে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা মাঠে উপস্থিত হন।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, কুয়েতের বর্তমান করোনা পরিস্থিতির কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী নানা অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এর উপস্থিতির মাধ্যমে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
?️আ হ জুবেদ