বিশেষ প্রতিনিধি- কুয়েতে বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধান মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী।
কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, চুনু মোল্লা, আব্দুল মুহিত নাজমুল সহ কুয়েত বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দল,দেশ ও জাতির কল্যাণে নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
তারা বলেন, জাতির এই সংকটময় মূহুর্তে দেশনেত্রীর নেতৃত্ব খুবই জরুরী ছিল।
শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।











