স্টাফ রিপোর্টার- সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং বিচার বিভাগকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে এক কুয়েতি ব্লগারকে (এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত ‘কোর্ট অফ ক্যাসেশন’।
আদালতের রায়ে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কুয়েতের আমির, আমিরাত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগের সদস্য এবং জাতীয় পতাকাকে অবমাননা করে পোস্ট দিয়েছিলেন। এছাড়া স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় সংহতি বিনষ্টের অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অবমাননা করার পৃথক একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে এই অপরাধগুলো সংঘটিত হয়। তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তি সরকারের কোনো অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এবং ‘স্ন্যাপচ্যাট’-এ এমন কিছু ভিডিও ও বার্তা পোস্ট করেছিলেন যা কুয়েতের আমিরের জন্য অবমাননাকর এবং বিদেশি রাষ্ট্রের সঙ্গে কুয়েতের রাজনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্মার্টফোন ব্যবহার করে রাষ্ট্রের জাতীয় পতাকার ছবির নিচে ঘৃণ্য ও অবমাননাকর মন্তব্য লিখে প্রচার করেন। এছাড়া বিচার বিভাগের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে পোস্ট দেওয়ায় আদালত তাকে এই কঠোর সাজা প্রদানের নির্দেশ দেন। আদালতের এই চূড়ান্ত রায়ের ফলে তাকে এখন তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সূত্র – আরব টাইমস











