
মৌলভীবাজার সদর উপজেলার মোজেফারাবাদ গ্রামের কুয়েত ফেরত প্রবাসী মো. সাদ মিয়া তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বুধবার (২১ মে) মরহুম সাদের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন তিনি কুয়েতে ছিলেন। গত কয়েক বছর আগে কুয়েত থেকে তিনি দেশে চলে আসেন।
মরহুম সাদ কুয়েতে বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা ছিলেন। পাশাপাশি তিনি সেখানে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাদ মিয়ার মৃত্যুতে কুয়েতের জালালাবাদ অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ এর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা সাদ মিয়ার বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন তারা।