আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যৌথভাবে ক্ষুদ্র পরমাণু চুল্লি তৈরিতে সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের দফতরের প্রধান নির্বাহী কর্মকর্তা জানোস লাজার এ ঘোষণা দিয়েছেন।
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী ২০১৫ সালে যে চূড়ান্ত পরমাণু সমঝোতা করেছে তার ভিত্তিতে এ প্রকল্প নেয়া হবে। বৈজ্ঞানিক এবং শিক্ষার উদ্দেশ্যে এ চুল্লি বানানো হবে উল্লেখ করে তিনি আরো জানান, এটি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে হাঙ্গেরি এবং ইরান এরইমধ্যে ঐকমত্যে পৌঁছেছে।
২০১৫ সালে ওরবানের ইরান সফরের সময়ে এ সহযোগিতার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল।
গত বছরের গোড়ার দিকে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’এর প্রধান ড. আলী আকবর সালেহি জানিয়েছিলেন, হাঙ্গেরির সঙ্গে ২৫ মেগাওয়াটের চুল্লি তৈরির পাইলট প্রকল্পের প্রস্তাব দিয়েছিল ইরান। এরপর ১০০ মেগাওয়াটের চুল্লি বানিয়ে আফ্রিকা এবং এশিয়ায় বিক্রি করা হবে বলেও জানান তিনি।
সালেহি বলেছিলেন, ক্ষুদ্র আকারের এ জাতীয় পরমাণু চুল্লি শীতল করতে কম পানির প্রয়োজন পড়বে; তাই এ অঞ্চলের গরীব দেশগুলোর ব্যবহার উপযোগী হবে এটি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই