সচিবালয় ঘেরাও করা আনসারদের সমুচিত জবাব দিতে ছাত্ররা যখন সচিবালয়মুখী, ঠিক ওই সময় তাদের সাথে ছিলেন একজন লাইভ ইউটিউবার। ধারাভাষ্যকার এর চরিত্রে কথিত ইউটিউবার ফেমাস না হলেও ইউটিউব চ্যানেলটি বেশ পরিচিতি ছিল।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর আহ্বানে ছাত্ররা যখন সচিবালয়ের পথে, ঠিক তখন কথিত ইউটিউবার ঘটনার বর্ণনা দিচ্ছেন, “ছাত্ররা সবসময় ন্যায়ের পক্ষে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে তারা উৎখাত করেছে,দুর্নীতির বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ও সন্ত্রাস-নৈরাজ্য দেশ থেকে চিরতরে দূর করতে চায় আজকের ছাত্রসমাজ”।
ইউটিউবার আরো বলেন, “আজ সকালের দিকেই আনসারদের ন্যায্য দাবি পূরণ করা হয়েছে,তারপরও ওরা সচিবালয় ঘেরাও করেছে। এতে এ বিষয়টি প্রমাণিত যে,ওরা আনসার হলেও আওয়ামী লীগ চরিত্রের আনসার সহ ইত্যাদি।
ছাত্ররা যখন সচিবালয়ের কাছাকাছি প্রায়, ঠিক তখন কথিত ইউটিউবার ছাত্রদের বিপরীত পাশে থাকা আনসারদের পাশ থেকে লাইভ করতে গিয়ে বলছেন, “দর্শক, আনসাররা তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলছেন,ছাত্ররা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন,সেটি কোনোভাবেই মেনে নেয়ার মত নয়। আনসাররা আজ এসেছেন সচিবালয়ে, এর আগে ছাত্ররাও এসেছিলেন তাদের দাবি নিয়ে এই সচিবালয়ে। তখন কেন তাদের বাধা দেয়া হয়নি”।”আনসাররা অবহেলিত, আওয়ামী সরকার তাদের প্রতি অবিচার করেছে, আর তারা অপেক্ষা করতে চান না”। ইত্যাদি…..
“যদিও আনসারদের দাবি যৌক্তিক; কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাড়ানোর পরিবর্তে এই ধরনের কর্মসূচী ছিল সম্পূর্ণ ভুল”।
আ.হ.জুবেদ
সম্পাদক, অগ্রদৃষ্টি