নিউজ ডেস্ক: ইসলামি আইন লঙ্ঘন করে অবৈধ মেলামেশার অভিযোগে ইন্দোনেশিয়ায় একদল যুগলকে সবার সামনে বেত্রাঘাত করা হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এ ঘটনা।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সবাইকে শরিয়া আইন মেনে চলতে হয়। সেখানে প্রেম করা, জুয়া খেলা, মদ পানের জন্য বেত্রাঘাতের মতো শাস্তির মুখে পড়তে হয়।
সাজাপ্রাপ্ত তরুণ-তরুণী পরস্পরের সঙ্গে গোপনে কিছুটা সময় কাটিয়েছেন, হাত ধরেছেন, চুমু খেয়েছেন। এমন ব্যাপার ইসলামি শরিয়া মোতাবেক ব্যভিচার হিসেবে গণ্য হয়। সেজন্য তাদের ২২ বার বেত্রাঘাত করা হয়।
ধর্মীয় অফিসার সাফরি আদি বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতে এ রকম আর কোনো ঘটনা হবে না; এটি লজ্জাজনক।”
তিনি আরও জানান, শরিয়া আইন থাকায় বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সব রকম ঘনিষ্ঠতা, যেমন-পরস্পরকে চুমু খাওয়া বা আলিঙ্গন করা নিষিদ্ধ।
ইন্দোনেশিয়ায় শতকরা ৯০ শতাংশের বেশি মানুষ মুসলমান। ২০০১ সালে মুসলিম স্বায়ত্তশাসন পাওয়ার পর থেকেই আচেহ প্রদেশের মানুষদের ইসলামি শরিয়া মোতাবেক জীবন পরিচালিত করতে হয়।