রাজশাহী থেকে শামীউল আলীম শাওন: রাজশাহী মহানগরীতে শেষ হলো শ্রম আইন বিষয়ক ‘শ্রমিক শিক্ষা’ প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ সরকারের শ্রম পরিদফতর রাজশহীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহী পাঁচ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে মহানগরীর তেরখাদিয়াস্থ শিল্প সম্পর্ক শিক্ষায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহী অধ্যক্ষ মো. মনিরুল আলম। শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহীর আর্টিষ্ট এটিএম লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহীর প্রভাষক ও কোর্স সমন্বয়কারী মো. আবুল বাসার, শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহীর প্রভাষক মো. সোহেল আজিম, অডিও ভিজুয়্যাল অফিসারওয়ালিদ হাসান প্রমূখ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পর্কে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের প্রতিষ্ঠাতা পরিচালক ও শাওন মাল্টিমিডিয়ার পরিচালক শামীউল আলীম শাওন।
কর্মশালায় মহানগরীর মাম টি কোম্পানীসহ বিভিন্ন কোম্পানি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ক্যাপশন:
১। শাওন মাল্টিমিডিয়ার পরিচালক শামীউল আলীম শাওন’র হাতে সনদপত্র তুলে দিচ্ছেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহী অধ্যক্ষ মো. মনিরুল আলম সহ অতিথিরা।
২। এক নারী প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দিচ্ছেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহী অধ্যক্ষ মো. মনিরুল আলম সহ অতিথিরা।
৩। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সনদপত্র তুলে দিচ্ছেন শিল্প সম্পর্ক শিক্ষায়তন রাজশাহী অধ্যক্ষ মো. মনিরুল আলম।