ডেস্ক রিপোর্ট- পর্যটন খাতকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কুয়েত সরকার তাদের ভিসা প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন ই-ভিসা পদ্ধতির ফলে এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিসা ইস্যু করা সম্ভব হচ্ছে, যা বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের জন্য কুয়েতের দ্বার উন্মুক্ত করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরিষেবা বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, নতুন ডিজিটালাইজড প্ল্যাটফর্ম এবং ‘সাহেল’ (Sahel) নামক সরকারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিসার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বহু আবেদনপত্রের ক্ষেত্রে নিরাপত্তা নিরীক্ষা সাপেক্ষে মাত্র এক মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হচ্ছে। তবে একটি উল্লেখযোগ্য সংখ্যক আবেদন দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ইস্যু করা যাচ্ছে।
কর্মকর্তারা আরও জানান যে, নতুন এই নিয়মে জাতি-ধর্ম নির্বিশেষে প্রায় সব দেশের নাগরিকরাই কুয়েত পরিদর্শনের সুযোগ পাচ্ছেন (কেবল ইসরায়েলিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে)। এই পদক্ষেপের মাধ্যমে কুয়েত সরকার দেশের পুরোনো এবং দীর্ঘসূত্রিতাপূর্ণ ভিসা ব্যবস্থা বাতিল করে নিজেদেরকে বিশ্বের কাছে আরও সহজলভ্য ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানান, নতুন এই প্লাটফর্মে পর্যটন, পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসার আবেদন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। নথিপত্র আপলোড এবং ফি পরিশোধসহ পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে সম্পন্ন করা যায়।











