১৯৭১ সালের পরাজিতরাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘বাঙালীর হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক এ চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে যুবলীগ।
আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, অনেকে বলেন, কিছু বিপদগামী সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। এ তথ্য ভুল। মূলত একাত্তরের পরাজিত শক্তিই প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জিয়া ও মোশতাক খুনীদের সহায়তা করেছে।
তিনি বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। তাদের সময়ে (বিএনপি-জামায়াত আমল) সারাদেশের কোথাও একটা মাদ্রাসা ভবন নির্মাণ করা হয়নি। আর আমরা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত এক হাজার তিনশ’ মাদ্রাসা ভবন নির্মাণ করেছি। মাদ্রাসা শিক্ষায় আমরা যতোটুকু উন্নয়ন করেছি, আলেমরা একশ’ বছরেও এটা করতে পারেনি। আমরা শত বাধাবিপত্তির মাঝেও সারাদেশে যথাসময়ে বিনামূল্যে বই পৌঁছে দিয়েছি।
এ সময় তিনি যুবলীগের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। যুবলীগকে এর নেতৃত্ব দিতে হবে। যুবকদের যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান, ইডেন কলেজের অধ্যক্ষ হোসেন আরা বেগম, বদ্দরুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ মেরিনা জাহান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।