প্যারিস এবং আশপাশের বিভিন্ন এলাকায় ভিনদেশীয় সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার শিকারের প্রতিবাদে আগামী রবিবার (১৯-মার্চ) প্যারিসের ল্যাচাপেলে অনুষ্টিত হতে যাচ্ছে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। রবিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হবে এই সমাবেশ। কমিউনিটি নেতাদের টানা কয়েকদিনের প্রচেষ্টার পর আগামী রবিবার বিকাল ২:৩০ থেকে ৫:৩০ পযর্ন্ত উক্ত স্থানে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি মিলে পুলিশের কাছ থেকে। দল,মত,ধর্ম,বর্ন,সংগঠন নির্বিশেশে সকল বাংলাদেশীকে এক হয়ে উপস্থিত থেকে উক্ত সামাবেশকে ফলপ্রসূ করতে আহব্বান জানিয়েছেন কমিউনিটির নেতৃবিন্দরা। উল্লেখ্য গত ৯ই মার্চ সারসেলে নিজ বাসায় আরাবি ও আফ্রিকান সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হন বাংলাদেশের রহুল আমিন। তার পর থেকেই ক্ষোভ এবং প্রতিবাদি হয়ে উঠেন ফ্রান্সে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশীরা।