ক্রীড়া প্রতিবেদকঃ ইয়ুথ স্পোর্টিং ক্লাব ও হাদিয়া স্পোর্টিং ক্লাব, কুয়েতের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ২০১৯” ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন” হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩ ঘটিকায় দেশটির হাদিয়া মাঠে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রবাসে হাজারো কর্ম ব্যস্ততার মাঝেও দেশীয় সংস্কৃতি চর্চা ও ক্রীড়া আয়োজনে কুয়েত প্রবাসীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এরই ধারাবাহিকতায় এবার ইয়ুথ স্পোর্টিং ক্লাব ও হাদিয়া স্পোর্টিং ক্লাব, কুয়েতের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ২০১৯” ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার ইয়ুথ স্পোটিং ক্লাব ও হাদিয়া ক্লাব এর যৌথ উদ্যোগে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক, ইয়ুথ স্পোটিং ক্লাব কুয়েতের সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন।
পরিচালনায় ছিলেন, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়ুথ স্পোটিং ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ স্পোটিং ক্লাব এর উপদেষ্টা মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ স্পোটিং ক্লাব এর সভাপতি শওকত আলী, মোঃ তারেক হাসান, সাঈদ নুর, ফখরুল ইসলাম বিপ্লব, সুমন আহমেদ সাগর, সাইফুল ইসলাম বাবু, শামীম আহমদ ও বাংলাটিভির কুয়েত প্রতিনিধি ও মানবাধিকার কর্মী আ হ জুবেদসহ অনেকে।
বক্তব্য দিতে গিয়ে ক্রীড়া প্রেমী প্রবাসী বাংলাদেশীরা বলেন, বিদেশের মাটিতে হাজারো ব্যস্ততা, তবুও শরীর-মন সুস্থ রাখার জন্য এ আয়োজন।
তারা আরো বলেন, প্রতি বছরই তাদের নিজেদের উদ্যোগে এ ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে।
খেলার মাধ্যমে যেমন পারস্পরিক সম্পর্ক গড়ে উঠে, ঠিক তেমনই এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতেও ভূমিকা রাখে।
১৬ টি দলের অংশ গ্রহণ এর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচে জিলিব প্রবাসী ক্লাব ও নতুন দিগন্ত ক্রীড়া চক্র রউদা (৭০) মিনিট খেলা শেষেও কেউই গোলের দেখা পায়নি।