ডেস্ক রিপোর্ট- সৌদি আরবের চালু করা ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ বা পেশাগত দক্ষতা যাচাই পরীক্ষার সফল বাস্তবায়নের ফলে গত এক বছরে দেশটিতে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারী সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষ জনশক্তি নিয়োগের এই বিশেষ প্রকল্পের আওতায় প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান এবং মেকানিকের মতো বিভিন্ন কারিগরি পেশায় বাংলাদেশিদের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
সৌদি সরকারের এই উদ্যোগের ফলে এখন থেকে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মীরা বেশি সুযোগ পাচ্ছেন, যা তাদের বেতন বৃদ্ধিতেও সহায়ক হচ্ছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন, যা সৌদি আরবে অবস্থানরত যেকোনো দেশের প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ। দক্ষ জনশক্তি প্রেরণের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে রেমিট্যান্স প্রবাহ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিপুল সংখ্যক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ঢাকার অবস্থানকে আরও শক্তিশালী করবে।











