১৬ এপ্রিল, ২০১৬, ঢাকা- সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপনের আয়োজন করেছে আইপিডিসি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি)। রাজধানীর উত্তরায় লেডিস ক্লাবে ১৬ এপ্রিল, ২০১৬ এ অনুষ্ঠান হয়। দিনব্যাপি এই অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলে।
বাংলা নববর্ষ উদযাপনে এসব সুবিধা বঞ্চিত শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান স্থানটি বাঙালী ঐত্যিহের আমেজ সাজানো হয়েছে এবং শিশুদের হাত ও মুখেও বিভিন্ন নকশা আাঁকা হয়। শিশুদের আনন্দ দিতে প্রতিচ্ছবি অংকন, মেহেদী অংকন, সং এবং একটি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুদের নানা বাঙালী ঐতিহ্যবাহী উপহার দেওয়া হয়। শিশুদের পারফর্ম করার জন্য অনুষ্ঠান উন্মুক্ত করে দেওয়া হয়েছিলো। সুবিধা বঞ্চিত শিশুরা এই আয়োজনে অনেক মজা করে এবং দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম শিশুদের সঙ্গে বেশ কিছু আনন্দঘন মুহুর্ত কাটান এবং শিশুদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত শিল্পী আগুন শিশুদের গান গেয়ে আনন্দ দেন।
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
এ অনুষ্ঠানে আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মমিনুল ইসলাম বলেন, “বাণিজ্যিক কর্মকা-ের পাশাপাশি আইপিডিসি নানা ধরনে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন সামাজিক কাজ যেমন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ, সাংস্কৃতিক উন্নয়ন এবং বিনোদন সুবিধা নিয়ে কাজ করে। আইপিডিসিতে আমরা বিশ্বাস করি, সমাজের সব শিশুদের তাদের শৈশবে সব ধরনের অনুষ্ঠান উপভোগ করার অধিকার রয়েছে। এইসব সুবিধা বঞ্চিত শিশুরা তাদের বাল্যজীবনে তেমন কোনো সুযোগ-সুবিধা পায়নি। তাদের জীবনে কিছু সুখের মুহুর্ত ফিরিয়ে দিতে আইপিডিসি এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আইপিডিসি সুবিধা বঞ্চিত এবং সুবিধা প্রাপ্ত শিশুদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে দিয়ে তাদের মধ্যকার দূরত্ব দুর করতে চায়। আইপিডিসি একটি প্লাটফর্ম তৈরি করতে চায় এবং এমন কর্মকা-ের সঙ্গে যুক্ত হয়ে সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে চায়”।
আইপিডিসি সম্পর্কে:
ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। ১৯৮১ সালে কয়েকটি স্বনামধন্য কোম্পানি নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। এর শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএসএ; জার্মান ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), জার্মানি; দি আগা খান ফাউন্ডেশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), সুইজারল্যান্ড; কমনওয়েলথ ডেভেলপমেন্ট করপোরেশন (সিডিসি), ইউকে এবং বাংলাদেশ সরকার।
শুরু থেকেই আইপিডিসি বিভিন্ন আর্থিক পণ্য এবং সেবাসমূহ প্রদান করে দেশের বেসরকারি খাতের শিল্পায়ন পূনঃগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইপিডিসি একটি বহুমূখী আর্থিক প্রতিষ্ঠান যার রয়েছে বিস্তর পরিসরের পণ্য এবং সেবাসমূহ। এর মাধ্যমে করপোরেট ফিন্যান্স এবং অ্যাডভাইজরি সেবা, মিডিল মার্কেট সাপ্লাই চেইন ফিন্যান্স, খুচরা সম্পদ ব্যবস্থাপনা এবং খুচরা আর্থিক সেবাসমূহ প্রদান করে।
বর্তমানে কোম্পানির সিংহভাগ অংশীদার ব্রাক, আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভলপমেন্ট (একেএফইডি), বাংলাদেশ সরকার এবং আরএসএ ক্যাপিট্যাল।
বিস্তারিত জানতে-
পার্থ সরকার
হেড অব মিডিয়া রিলেশন
কনসিটো পিআর
ফোনঃ ০১৯৭৭০৭৭৯০৩