নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি’কুয়েতের উদ্যোগে গতকাল কুয়েত সিটির প্যারাগন ক্লাসিক চায়নিজ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুই সংগঠনের সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী ও লাভলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়েতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও (শ্রম) কাউন্সেলর আব্দুল লতিফ খাঁন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজিদূর রহমান, সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি শাফায়েত হুসেন পাটুয়ারী, ডাঃ মনিরুজ্জামান মনির, ম্যানেজার এসোসিয়েশন’কুয়েত এর সভাপতি আবুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডি এম ওয়ারিছ আলী,মাসুক কবির,মঈন উদ্দিন, মির্জা হোসেন চৌধুরী, বাকির মিয়া,আখতারুজ্জামান, হেলাল আহমদ,বাবুল মিয়া সহ অনেকে।
ইফতার পূর্বে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন বক্তব্যে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ করেন, এবং মাওলানা কাওসার আহমেদ সেলিম রমজান মাসের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেন।
পরে বিশ্ব মুসলিম উম্মার গুনা মাফ, শান্তি, কল্যাণ ঐক্য ও উন্নতি-অগ্রগতি কামনা করে বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।