স্পোর্টস ডেস্ক: গত ৪ডিসেম্বর ২০১৫ ইং রোজ শুক্রবার কুয়েতের দাইয়া ষ্টেডিয়ামে নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত ও নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব রৌদা এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়।
খেলার প্রথমার্ধেই নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের মিডফিল্ডার রাসেল নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব রৌদার বিপক্ষে দুটি গোল করেন।
পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধে নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের খেলোয়াড় মশহুদ আরেকটি গোল করেন।
নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের খেলোয়াড়দের অনবদ্য পারফরম্যান্স এর কাছে নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব রৌদা প্রায় অনেকটাই ছিল অসহায়।
খেলার শুরু থেকেই নবজাগরণ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা ছিল আক্রমানত্মক ভূমিকায়; কিন্তু অন্যদিকে নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব রৌদা প্রতিপক্ষ নবজাগরণ স্পোর্টিং ক্লাবের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে সীমাহীন ক্লান্ত হয়েও পরাস্থ হতে হয়েছে।
ফলে অবশেষে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র কাছে ৩-০ গোলে হার মেনেছে নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব রৌদা।