সিলেট প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী জানান, এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে গোয়ালাবাজারসহ আশ-পাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
শনিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ ওসমানী নগর উপজেলা শাখার সম্মেলনে আওয়ামী লীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
সম্মেলনের উদ্বোধক সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক বলেন, সম্মেলন চলাকালিন পরিচয় করিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মো. মুরসালিন আহমদ জানান, গোয়ালাবাজারের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিক লীগ ওসমানীনগর উপজেলা শাখার সম্মেলনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেলকে পরিচয় করিয়ে না দেওয়ার জেরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল (৩৫), আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান (৪৫), সৈয়দ নেছাওর আলী (৫০), ছাত্রলীগকর্মী ইউসুফ চৌধুরী(২৮), সাবলু আহমদ (২৫), শামিম আহমদ (২৫), মাহবুব (২২), সাব্বির (২৫) মোহন (১৬) আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
যুবলীগ নেতা সোহেল আহত হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা উত্তেজিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর ব্যবসা প্রতিষ্ঠান প্রভাতি ফিলিং স্টেশন ও হাজি মার্কেট এলাকায় তার অফিসসহ সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।
খবর পেয়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।