জিম্বাবুয়ের সবচেয়ে সুপরিচিত এক সিংহকে শিকারের ঘটনায় সেদেশের দুজন নাগরিককে আজ আদালতে হাজির করা হচ্ছে।
এক মার্কিন দন্ত চিকিৎসক ‘সিসিল’ নামের এই সিংহকে হত্যার পর এর তীব্র সমালোচনা হচ্ছে।
১৩ বছর বয়সী ‘সিসিল’ জিম্বাবুয়ের হোয়াঙ্গি ন্যাশনাল পার্কের সবচেয়ে সুপরিচিত বন্যপ্রাণী।
যুক্তরাষ্ট্রের এক দন্ত চিকিৎসক ওয়াল্টার পামার তাঁর তীর-ধনুক এবং বন্দুক দিয়ে সিংহটিকে হত্যা করেন। এর পর নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।
এই বেআইনি শিাকারের দায়ে জিম্বাবুয়ের পেশাদার শিকারি থিও ব্রংকহর্স্ট এবং একটি খামারের মালিক অনেস্ট এন্ডলুভুকে আজ আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে।
তারা ওয়াল্টার পামারের শিকার অভিযানে সঙ্গী হিসেবে সহায়তা করেন বলে অভিযোগ উঠে।
জিম্বাবুয়ের পুলিশ বলছে, মার্কিন দন্ত চিকিৎসক মিস্টার পামারকেও এই ঘটনার জন্য বিচারের মুখোমুখি করা হবে।
জিম্বাবুয়েতে এই শিকার অভিযানে যাওয়ার জন্য ওয়াল্টার পামার ৫০ হাজার ডলার খরচ করেন।
বে-আইনিভাবে সিসিলকে হত্যার দায়ে ওয়াল্টার পামারের বিচার দাবি করে অনলাইনে এক আবেদনে সই করেছেন আড়াই লাখের বেশি মানুষ।