আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন থেকে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘বাবর’ নামের এই ক্ষেপণাস্ত্র সাড়ে চারশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পানির নিচে সম্পন্ন হয়েছে এবং এটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে সক্ষম। এই পরীক্ষা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য আরেকটি বড় সাফল্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম।
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নৌবাহিনীর ওই সাফল্যের প্রশংসা করেছেন। (পার্সটুডে)