মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী) থেকেঃ বিশিষ্ট সমাজসেবক মরহুম ক্বারী মোঃ
আফসার উদ্দিন তালুকদারের কুলখানি বুধবার ১৬ই সেপ্টেম্বর ঝালকাঠির রাজাপুর
উপজেলার সাতুরিয়া নৈকাঠি তার নিজ গ্রাম বাড়ীতে সম্পন্ন হয়েছে। মরহুমের
ছোট ভাই লোকাল মাঠ সার্ভেয়ার হেমায়েত উদ্দিন তালুকদারের সার্বিক
তত্ত্বাবধানে দুপুর ২টার দিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র
খতমে কুরআন ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে
মরহুমের ইছালে সওয়াবের উদ্দেশ্যে আতœীয়বর্গ, পাড়া-মহল্লার এতিম-মিসকিনসহ
সর্বস্তরের মানুষের জন্য সামাজিকভাবে মধ্যাহ্ন খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ
কয়েক জন ইউপি সদস্য ও স্থানীয় ও ইউনিয়ন সকল দলের রাজনৈতিক নেতা কর্মী,
কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ,
কাউখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ,
দিনকাল প্রতিনিধি এ জেডএম সাইফুল্লাহ মনির, দৈনিক দেশকাল প্রতিনিধি ও
অনলাইন দৈনিক সমবাদ সম্পাদক মিজানুর রহমান পনা, দৈনিক শাহনামা ও
সাপ্তাহিক বরিশাল সময় এর বরিশাল প্রতিনিধি নাহির উদ্দিন নাইম, ২নং
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস হোসেন হাওলাদার,
কাউখালী উপজেলা আওয়ামী সমবায়লীগের সাধারণ সম্পাদক সাগর গাজী, এ্যাডঃ
মনিরুজ্জামান টিপু জমাদ্দার প্রমুখ ব্যক্তিবর্গ। দিনব্যাপী কর্মসূচিতে
পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক, শুভাকাংখি,
শুভানুধ্যায়িসহ অগণিত ভক্তরা অংশ নেন।