জাকির সিকদার ঃ ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপ অনুসারে, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ‘বাংলাদেশ প্রতিদিন’ । বুধবার প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘আপনি কোন পত্রিকা সবচেয়ে বেশি পড়েন’ এমন প্রশ্নের জবাবে অংশগ্রহণকারীদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাংলাদেশ প্রতিদিন পড়ার কথা জানান। টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে সময় টেলিভিশন দেখেন সবচেয়ে বেশি দর্শক।
আইআরআই প্রতিবেদন অনুসারে, দৈনিক পত্রিকাগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিদিন পড়ার কথা জানিয়েছেন ২৪ শতাংশ মানুষ। এর পরের অবস্থানে আছে প্রথম আলো (২০%)। এরপর যথাক্রমে আছে ইত্তেফাক (৯%), যুগান্তর (৯%), মানবজমিন (৯%), সমকাল (৪%), ইনকিলাব (৪%), জনকণ্ঠ (৪%), কালের কণ্ঠ (৪%), ডেইলি স্টার (২%), ভোরের কাগজ (২%) এবং মানবকণ্ঠ (২%)। টেলিভিশন চ্যানেলগুলো দেখার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ২৬ শতাংশ দর্শক দেখেন সময় টেলিভিশন। এরপর যথাক্রমে আছে— বিটিভি (১৮%), এটিএন বাংলা (১৫%), এনটিভি (১৩%), চ্যানেল আই (৫%), আরটিভি (৪%), একাত্তর (২%), বাংলাভিশন (২%), চ্যানেল ২৪ (২%), ইন্ডিপেনডেন্ট (২%) ও অন্যান্য (৫%)। রেডিও চ্যানেলগুলোর মধ্যে এগিয়ে আছে রেডিও টুডে (২৪%)। এরপর যথাক্রমে বাংলাদেশ বেতার (১৬%), ঢাকা এফএম (৮%), বিবিসি বাংলা (৮%), রেডিও ফুর্তি (৪%), রেডিও আমার (৪%)। তবে রেডিও-বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ দেখিয়েছেন সবচেয়ে বেশি ২৮ শতাংশ মানুষ। আইআরআই জরিপে গণমানুষের তথ্য সংগ্রহের মাধ্যম-বিষয়ক এক প্রশ্নের উত্তরে ৬৪ শতাংশ মানুষ টেলিভিশন থেকে তথ্য নেওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া মানুষের মুখে মুখে তথ্য জানার কথা বলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ মানুষ।