আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আট ইরানি সীমান্তরক্ষী শহীদ হয়েছেন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী ‘চালদোরান’ শহরে এই সংঘর্ষ হয় বলে প্রদেশের উপ-গভর্নর আলীরেজা রাদফার জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে সীমান্তের জিরো-পয়েন্টে সংঘটিত এই সংঘর্ষে বহু সন্ত্রাসী খতম হয়েছে। বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি অভিযান চলছে বলে রাদফার জানিয়েছেন।
এর আগে গত ২৮ মে একই প্রদেশের উরুমিয়ে শহরে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘পেজাক’র সদস্যদের সঙ্গে সংঘর্ষে দুই ইরানি সীমান্তরক্ষী শাহাদাতবরণ করেছিলেন।
তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে ইরানের ভেতরে সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য এই ‘পেজাক’ গোষ্ঠী তৈরি করেছে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন পেজাকের প্রতি সমর্থন জানিয়েছে। এসব দেশ পেজাক ও মোনাফেকিনের মতো ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অশুভ লক্ষ্য অর্জনের চেষ্টা করছে।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে তুরস্ক ও ইরাকের সীমান্ত রয়েছে। (পার্সটুডে)