বেঁচে আছি , কোনো মতে
পলিথিনের ঘরে,
জীবনের আশা , সেতো
বড়ই নড়বড়ে !
নেই ভাত, নেই কাপড়,
আমি শূন্য বালুচর,
ঐ মায়ানমারে ছিল
আমার সাজানো ঘর ।
এই দেশে আমি
পথের ভিখারি ,
চোখের পানি আর
সইতে না পারি !
বলে দাও মাবুদ , আর
কতো যুদ্ধ বাকি ,
নিয়তি আমারে শুধু ,
দিয়েই গেল ফাঁকি !!!
ঢাকা, বাংলাদেশ ।
৩০.৯.১৭