
কুয়েতে বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা কুয়েত এর পরিচালক ও বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক, শিশু বন্ধু খ্যাত জহুরুল কাইয়ুম বাহার এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) কুয়েত সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আবদুল হাই ভুইয়া।

সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু এবং যুগ্ম সম্পাদক সম্পাদক নাসির উদ্দীন খোকনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা যথাক্রমে, হোসেন মোহাম্মদ আজিজ,শওকত আলী,আখতারুজ্জামান শামস,মাইন উদ্দিন,আলীম উদ্দিন,ফয়েজ কামাল,মুরাদুল হক চৌধুরী,শাহ নেওয়াজ নজরুল,ইসমাইল হোসেন,বিমল কান্তি রায় আলাউদ্দিন আলা প্রমুখ।
প্রয়াত জহুরুল কাইয়ুম বাহারের নানা কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন, বাবুল দাস,জাহাঙ্গীর আলম,কার্তিক বাবু সহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুয়েত প্রবাসী জহুরুল কাইয়ুম বাহার দীর্ঘদিন কুয়েতে থাকাবস্থায় কুয়েতের বাংলাদেশি কমিউনিটির স্বার্থে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বেশ প্রশংসনীয় ভূমিকা রাখেন।
প্রায় চার বছর আগে তিনি কুয়েতের কর্মজীবনের ইতি টেনে দেশে চলে যান।
১৪ মার্চ জহুরুল কাইয়ুম বাহার নোয়াখালী জেলার, মাইজদী সদরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।