আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের এক নেতৃস্থানীয় শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদন্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, সন্ত্রাসবাদের অভিযোগে যে ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে শিয়া নেতা শেখ নিমর আল নিমর তাদের অন্যতম।
২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে যে সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়, শেখ নিমর তাতে জোরালো সমর্থন জানিয়েছিলেন। সৌদি আরবের ঐ অঞ্চলের শিয়ারা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ করে আসছে।
দু বছর আগে শেখ নিমরকে যখন গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ হয়েছিল।
গত অক্টোবরে বিচারে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
তার বিরুদ্ধে সৌদি শাসকদের অমান্য করা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার অভিযোগ আনা হয়।
সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে, শেখ নিমরের মৃত্যুদন্ড কার্যকর করা হলে সৌদি আরবকে তার কড়া মূল্য দিতে হবে।