অগ্রদৃষ্টি ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেনের ওপর থেকে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।
বিসিবির একজন মুখপাত্র রাবিদ ইমাম বিবিসিকে জানিয়েছেন মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর মাসে মিরপুর মডেল থানায় মামলা হয়।
ওই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন শাহাদাত হোসেন।
সেপ্টেম্বরের ৬ তারিখ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে।
ঐ দিন সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে ১৩ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধার করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামে একজন সাংবাদিক।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শরীরে প্রচুর পুরনো ও নতুন নির্যাতনের চিহ্ন রয়েছে। গৃহকর্মীর একটি পা ভাঙা ছিল।
বছর খানেক আগে গৃহকর্মী হিসেবে যোগ দেয়ার পর থেকেই তাকে শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য দুজনেই নিয়মিত মারধোর করতো বলে অভিযোগ রয়েছে।
গত মাসে এক সংবাদ সম্মেলনে শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চান বাংলাদেশের পেস বোলার শাহাদাত হোসেন ।
তারপর এই ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো বিসিবি।
রাবিদ ইমাম জানিয়েছেন- আন্তর্জাতিক ক্রিকেটে শাহাদাতের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি বিবেচনায় আনা হবে, তবে শাহাদাত হোসেনের মামলার ফলাফল আসার পরই সে বিষয়ে ভাবা হবে।