রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাসুল (সা:) গঠিত ‘হিলফুল ফুজুলে’র অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। নবীজি এই সংগঠনটি সমাজে শান্তির অমীয় বাণী চড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গঠন করেছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাও নবীজির দেখানো পথে পরিচালিত একটি সংগঠন। মূলত নবীজির আদর্শ বাস্তবায়নে কাজ করে এই সংগঠন। অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের নেতাদের আদর্শ বাস্তবায়নে ব্যস্ত, আর ছাত্রসেনার কর্মীরা রাসুলের আদর্শকে ধারন করে সুন্নী মতাদর্শ বাস্তবায়নে কাজ করে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বেতাগী পূর্ব পরিষদের উদ্যোগে গত ২৩ জুন রাতে পূর্ব বেতাগী ওয়ায়েজ উদ্দীন শাহ (রহ:) কেজি স্কুল মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ক্বিয়ামুল লাইল, প্রশিক্ষণ ও আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। ইসলামী ছাত্রসেনা বেতাগী ইউনিয়নের পূর্ব পরিষদের সভাপতি মুহাম্মদ কায়সার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনার সভাপতি (মধ্যম-দক্ষিণ) মুহাম্মদ ছানাউল্লাহ্। প্রশিক্ষন প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, যুবসেনা বেতাগী পশ্চিম পরিষদের সভাপতি এম.এ শাকুর প্রমুখ। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম.আর.মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবনেতা ডা. মুহাম্মদ রবিউল হোসেন, সৈয়দ গোলাম দস্তগীর, মুহাম্মদ জাবেদ মুন্সি, মুহম্মদ জামাল। উপস্তিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ মোফাচ্ছেল চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, আরিফ হোসাইন প্রমূখ। পরে মিলাদ-কিয়াম ও মোনাজাত শেষে সাহরী বিতরণ করা হয়।