রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্র্থী সৈয়দ নুরের মনোনয়ন পত্র চুড়ান্তভাবে বাতিল করেছে জেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (১০মে) জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম স্বাক্ষরিত রায়ের কপির মাধ্যমে তার আপীল না মঞ্জুরের বিষয়টি জানানো হয়। আওয়ামী লীগের অন্য প্রার্থী শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানীতে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা পিপি (সাবেক) এড্ভোকেট আবুল হাশেম ও এড্ভোকেট দিদার আলম। এর আগে ৫ মে উপজেলা রিটার্নিং অফিসার (সরফভাটা, কোদালা) আজিজুর রহমান মাসুদ সরফভাটা ইউনিয়নে তিন প্রার্থীর দাখিল করা মনোনয়ন পত্র বৃহষ্পতিবার (৫মে) যাচাই বাছাই করা হয়। বিএনপির প্রার্থী সৈয়দ নুরের স্ত্রী কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেন। ঋনের জামানতদার ছিলেন তার স্বামী সৈয়দ নুর। জামানতদারের ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। ৩ প্রার্থীর মধ্যে এক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় সরফভাটা থেকে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফরিদ উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজিবুল ইসলাম সরফি।