রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন মঙ্গলবার (১ অক্টোবর) সম্পন্ন হয়েছে। উদ্বোধন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহীদুল্লাহ, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মো. হোসেন প্রমুখ। এলাকার সাধারণ জনগণের দীর্ঘদিনের দাবী সংবলিত সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকার সর্বস্তরের জনগণের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়িত হলে ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসবে। জনসাধারণ সহজে পশ্চিম সরফভাটার বিভিন্ন সড়কে যানবাহনে করে যাতায়াত করার সুযোগ পাবে।